অতল গর্ভে গড়া
কোমল এ সাদা মনটা,
মায়ানমারের মানব নিধনে
নীরব কান্নায় এ প্রাণটা ।


মানব রুপি নিঃষ্ঠুর দানব
নিষ্ঠুরতার শিখরে অবস্থান,
এহেন কি আবার মহাধর্ম!
ধিক্কার সেই ধর্ম কর্তার মান ।


দিনগুনো হে অসত্য মানব
বেচেঁ যাওয়া প্রতিজন,
হয়ে পারমানবিক বোমারু
নিপতিত শৃঙ্গ করিবে প্রতিক্ষণ ।


সেদিন বুঝিবে আঘাতের প্রতিঘাত
তাপসী তপ তস্করে,
বিশ্ব দেখিবে কি করে ঘুমায়
ঐ নিষ্ঠুর রাজা লস্করে ।


সর্বাঙ্গের ভাগ অর্ধাঙ্গ করে
জলের মাছ ডাঙ্গায় ঘাঁটি,
লাল কাপড় রঙ্গিন হবে
শকূন খাবে চাঁটি চাঁটি ।