লালন করে সুখের স্বপ্ন
অপেক্ষা করো অনাধিকাল,
মনের মনি কৌঠায় রেখে ঐ বদন ।


প্রস্পুটিত করো তোমার মন
হয়তো মন ছাতক পাখির মতো,
হতভাগ্য জীবন ভর করে,
তবু থেকো তাঁর অপেক্ষায় ।


হয়তো আসিবে না সহমর্মিতা
বেদনায় ছিড়ে যাবে ধমনী শিরাঁ,
অগ্নিমাখা তপ্ত বালুতে দাড়িঁয়ে,
তবু থেকো তাঁর অপেক্ষায় ।


ক্ষয় হউক দিন মাস বছর
যাবে যাক কয়েক যুগ,
চষতে দাও বিশ্ব ভুবন,
আসিবে তোমায় সানিধ্যে ছায়ায় ।


বুঝিবে যখন সে ক্ষণ
চৌদিকে সুখের সু ঘ্রান,
বিয়োগ ব্যথার সুখের ফসল,
আচ্ছন্ন সুখের মোহমায়ায় ।