আমিতো আছি,
বেশ আছি,
তোমার আর্শিবাদ পুষ্ঠ জীবন নিয়ে,
আকাশ চাওয়া ছাতকের মতো,
অবারিত অপ্রসন্ন কষ্টের পরিতাপ,
ভুলে ভরা প্রতিক্ষণের বিকৃত পরিহাস ।


তবু বেচেঁ আছি,
তবে তোমার প্রতিক্ষায় নয়,
মনে আছে !
তোমার সেই অভিশপ্তের বুলি !
তা বাস্তবায়নের সেই সোনালী ক্ষণের ।
তুমি বলেছিলে----
আমার গোটা পরিবার ধ্বংস হয়ে যাক,
হা সেই ক্ষণটুকুর ।


যত পারো করে যাও চক্রান্ত
হয়োনা কখন ও ক্ষান্ত,
যতক্ষণ আছে তোমার দম,
মনে রেখো,স্রষ্টার ক্রীড়নক,
সামান্য খেলার পাত্র তুমি,
জীবন মৃত্যু সবই স্রষ্টার অধীন ।


কখন কে কালান্তরে,
মিশে হাওয়া হয়ে যায়,
তা এক মাত্র স্রষ্টাই জানে ।
করে যাও তোমার কর্ম,
ধার না ধেরে স্রষ্টা আর ধর্ম,
পাইলে ও পাইতে পারো,
তোমার কর্মের ফল ।