-----------------
বিয়োগ ব্যথা সহিতে সহিতে
পাহাড় সম পাথরের স্তুপ
নীরব মহাপ্রলয়ে,
জীবন যৌবন দুটিই ক্ষয়।


বিরামহীন ভাবনায়
পথ হারিয়ে দিক চিহ্নহীন,
চতুরাংশে হতাশার হাতছানি,
অষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে
দেহ আর মন।


অসহায় মন উদ্যম হারিয়ে
পড়ন্ত সুর্য্যের ঠাট্টা বিদ্রুপ,
সিক্ত জীবন সৈকত
অংগার হৃদয় সিংহাসন।


আর কতো ধৈর্য্যের পরীক্ষা নেবে!
এসো দু হাত বাড়িয়ে
আমার কষ্টের স্তুপ পায়ে টেলে,
রংতরঙ্গে সুখের ঢেউ ।


পাখিরা নেচে উঠুক নব গানে,
সুখের স্বর্গ রচনা করি দুজনে।