-----------------------
চঞ্চলা যৌবনকে স্হীরতার জন্য
তোমাকে ভালবেসেছিলাম।
উদ্দেশ্যহীন চলাকে গন্ডিতে আনিতে
তোমার হাত ধরেছিলাম।


উত্তপ্ত বক্ষে শীতলতার জন্য
তোমার পদ্ম মুখের স্পর্শ নিয়েছিলাম।
রঙ্গিন আকাশে পুস্প উদ্যানে ছুটার
স্বপ্ন দেখেছিলাম।


উচু পাহাড়ে ভাসমান মেঘের উপর
স্বপ্নের বাসরে কল্পনায় ছিলাম,
তোমার আখিঁ যুগলের বিহঙ্গ মিলনে
স্বপ্নের শেষ প্রান্ত ছুই ছুই,


হঠাৎ তুমি ------
লোভাতুর শোভাশিত আলোতে,
সহনীয় তাপমাত্রায়,
তোমার অনাকাংখীত তুফান।
নিমিষে সব ছারখার।


মৃত্যু বাক্যের উচ্চ শব্দ,
বার বার কর্ণাঘাত,
মেঘাচ্ছন্ন করে দিলে আমার হীরামন,
আমার আকাশ আমার পৃথিবী হঠাৎ ঘুর্নায়ন।
জীবন সংকটে আমি আর আমীত্ব।