------------------------
আমার স্বপ্নের পায়রা গুলি
স্বপ্ন ভেংগে উড়ে উড়ে যায়।
আমি স্মৃতির গহ্বরে ছুটে বেড়াই,
তোমার সুুবাশিত সুনয়না
বদনের প্রত্যাশায়।


আজ মন সাগরের স্রোত উল্টামুখী,
হৃদয় বৃক্ষরাজ পাতাশুন্য,
বাসা ছেড়ে বাবুই পাখির পলায়ন।


বসন্তহীন বর্ষা বারমাস,
দেউলিয়া মনের সৃজন কল্পনায়,
তবু কেন মনের পর্দায়
আনমনে ভেসে উঠে,
তোমার মোনালিসা রুপ!


ঝাপঁসা নয়নে তোমায় দেখার
ব্যর্থ চেষ্টা বার বার,
অন্তর চোখের আলো
কবেই যে নিভে গেছে !


তোমার গন্ধ সুখার
নিঃশ্বাস যন্ত্রটা একেবারে অকেজো,
তুমিই বলো
বাচঁবো কি! মরে যাবো!
অর্থহীন এ বাচারঁ কোন
মানে হয়!