-----------+---------
তোমাকে দেখেছি,
দেখেছি আমার অবিচ্ছিন্ন বিবেক দিয়ে,
আমার সততার জ্ঞান তপস্যা করে।
আমি তোমার নৈকট্যের ছোঁয়া না পেয়ে,
ডুবেছি তোমার মনের গুহার আধাঁরে ।


তোমার অসত্য উচ্চারণ
অদম্য অপসংস্কৃতি,
আমায় বাধ্য করেছে শিকড়ের শেষ ঠিকানায়।
জ্ঞানচক্ষু খুলে দেখিলাম নিকটে হায়না,
শ্বাপদের রক্ত পিপাসুরা,
চকচকে শোভায় কিল বিল করছে।


আমি কি আর আমার আছি !
বেরিয়ে এসে উচ্চশির
দীর্ঘশ্বাসের প্রস্হান।
একমাত্র স্রষ্টাই মুক্তিদাতা,
আগের মতো স্বাভাবিকতা ফিরে পাওয়া।


উনিই সামলাতে পারে ওনার অধম বান্দা।
মুক্তি দিতে পারে আমি কৃতজ্ঞকে
দাস হিসাবে,
হেফাজত করিতে পারে
তোমার মতো দ্বিচারিণী ।