---------+---+--------
গরলতা লুকানো দৃশ্যমান সরলতায়
আমীত্ব হারিয়ে করছি হায় হায়,
রসমাখা মুক্তোঝরা তরল হাসির
মোহনীতে আমি ডুবে যাই।


ডুবিয়েছি জনম হারিয়েছি জীবন
হাসিটা গেছে মরে।
মানষিকতা মানিয়ে নিয়ে
পড়ে আছি আস্তা কুড়ে।


আমল দেইনি করিনী যাছাই,
বিশ্বাসের অতল গহ্বরে,
লুটিয়ে পুটিয়ে সাবাড় করে
চলে গেছে আমায় নিঃস্ব করে।


কতটা ধিকৃত দোদুল্য রুচি
পরস্হিতির স্বীকার সে জন জানে,
তানপুরা তাই মেতে উঠেছে
বেসুরার গানে।