----------------------------
আমি সত্যের পুজারী
আমি সুন্দরের পুজারী
তবে সেই সত্য,
মিথ্যা শান্তনার নয়। সেই সুন্দর,
বাহ্যিক সুন্দর নয়।


আমি হাস্যময়ীর পুজারী,
আমি পরিচ্ছন্নতার পুজারী,
তবে  ---
মনে কিন্তু রেখে হাসি নয়,
বাহ্যিক পরিচ্ছন্নতার নয়,
আত্নার।


আমি নীতিকে পুজা করি,
আমি সুন্দর দৃষ্টি নন্দন বচনের পুজারী।
আমি নেতার পুজা করি না,
আমি হিংসার বচন চাই না।
যে নিজকে ছোট ভাবে তার পুজারী,
আমি সৎ পরামর্শকের পুজারী,
তবে অহংকারীর নই ।


স্বার্থবাদি পরামর্শক চাই না।
সকল অসত্য  অসুন্দর কে
পায়ে টেলে আসবে কি,
আমার শান্তির কুটিরে!
যদি আসো, স্বর্গীয় শান্তি আনায়ন করে
স্বপ্নের বাসর সাজাবো।
না হয় দুরে যাও, যে চোখে দেখবে না আমার পদচিহ্ন,
আমিও তোমার ছায়া মাড়াতে চাই না।