---------------
আমি তোমার প্রতি কেমন!
কল্পনার সীমানা ছাড়িয়ে গেলে ও
সীমিত কল্পনায় তা অসম্ভব।
এতো কষ্ট ব্যথা কল্পনাতীত
শুধু দীর্ঘ শ্বাসই জীবন।


তোমার হিংস্রতা আর পশুত্ব আচরনে
আমার মনুষ্যত্ব ও সুসভ্যতা
কুকঁড়ে কুকঁড়ে কাদঁছে।


হৃদয় কষ্টের সাগর এতই গভীর
ঠাঁইহীন গীরিখাত,
সুখের পাখির শব্দহীন নীরব প্রস্হান।


নীল বাসনা জাগিয়ে,
ঝিরিঝিরি বৃষ্টি ভেজা দেহ নিয়ে
সুখের নহর সাজিয়ে,
এক পৃথিবী স্বপ্ন নিয়ে এসেছিলে
মোর জীবনে।


স্পষ্ট দৃষ্টিতে চোখ ধাঁধানো রুপের মোহে
আমি হয়ে ছিলাম ব্যাকুল বেসামাল,
গভীর দৃষ্টিতে পেয়েছি,
প্রলেপ মাখা আমীত্ব,
বেসামাল জোয়ারে ভেসে গেল
আমার বালুচরে বাধাঁঘর ।


আজ বড়ই অস্পষ্ট অনুভুতি
সেদিনের মোহে পাগল,
আমার বেসামাল আমীত্ব।
মনের বেহালায় বৃষ্টির স্বরাঘাত
নিঃস্বঙ্গ নীরব শব্দের অন্তরীক
শুকনো মনের কাশঁবনে,
নীথর পাতাহীন মর মর গাছ।