------------------------------
আমি নই কবি,
তবে সত্য ও সুন্দরের উপাসক,
আমি সৃজন শীলতার পুজারী।
স্রোতস্বিনী নদীর মতো,
আমি সদা বহমান।
নৈসর্গীক এ পৃথিবী থেকে,
আমার দেহত্যাগ চিরন্তন সত্য।
পৃথিবী যতক্ষন বিরাজমান,
আমার এ লেখনী,
শতাব্দীর পর শতাব্দী,
মানব হৃদয়ে বহিতে থাকিবে।
আমি চাই না আমার সমাধীতে
আমায় ভালবেসে,
হাজার ফুলের নিক্ষেপন।
আমার জাগ্রত বিবেকের,
অগোছালো কথাগুলো,
অনিন্দ্য সুন্দর হৃদ মন্দিরে,
হউক আলোর ঝলক।
তোমাদের স্মরনে ও কল্যানে,
আমার সৃষ্টি সদা থাকুক জাগ্রত ।
মৃত্যুর পরে ও সুরভি ঢেলে,
সুগন্ধ ছড়িয়ে,
বাতাস ভারী করা নিঃস্প্রয়োজন।
জীবন থাকিতে চাহি তব মুল্যায়ন,
মৃত্যুর পরে কেন?
থাকবো না এ ধরাদমে,
তাহা শুধু নিঃস্বফল আপ্যায়ন।