-----------------
আজ ১৬ই ডিসেম্বর ,
বাংলার আকাশে মেসকো আম্বর
হে নব প্রজন্ম ,ভাল করে তাকিয়ে দেখো
আজকের সুর্য্যের আলো যেন লালচে বর্ণ ।
এ কোন আলো নয়, ৩০ লাখ শহিদের রক্তের রং,
আলোক রশ্মী দুর্বাঘাসে চক চক ঝিলিক ,
এইতো ঝিলিক নয় নির্যাতিত নারীর করুন আর্তনাতের বারীধারা ।
নারীত্বহারা তরুনীর অবয়ব,রক্তে জমাটবাধাঁ মাখন ,
এ আলো সব শুকিয়ে দিচ্ছে ।
জানিয়ে দিচ্ছে পাকহানাদার ও তার দোসরদের ভেংগে চুরমার করা পদচিহৃ,
মেঘহীন পরিস্কার আকাশ বিপদের ঘনঘটা শুন্য,
সর্বোচ্চ ত্যাগ স্বীকার হে প্রজন্ম তোমাদের জন্য ।
সম্ভ্রম হারানো রমনী ,মাটির গর্তে শহীদের
কপর্দকহীন লাশ আজ তাকিয়ে আছে ,
আর মিনতি করে বলছে ---
বাসযোগ্য করে তোল এ বাংলার মাটি ।
হে নব প্রজন্ম ----
হানাদার দোসর আবার মাথা ছড়া দিয়েছে ,
মোকাবেলা করো সবার সমন্ময়ে ,ভেংগে চুরমার করো
তাদের বিষদাতঁ,জ্বালিয়ে দাও তাদের আস্তানা ,
সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়ে তুলো ।
আত্বার যন্ত্রনা মিটে আমরা শহিদদেরা,
নিরবে ঘুমাবো কেয়ামত পর্যন্ত ।
আমাদের এ আত্বত্যাগ শুধু তোমাদের জন্য ,
হে নব প্রজন্ম ।