---------------------
আদরের পৃথিবীতে
ঝলমল আলোতে,
তুমি দিগম্বর হয়ে, তোমার কপোতের
নয়ন স্বার্থক করিতেছো জেনে,
আমি বিহঙ্গ পাখি
কোন স্বপ্ন আকিঁ না।


উপত্যকায় দাড়িয়ে, দু হাত মেলিয়ে
তাকিয়েছি সীমাহীন আকাশ পানে।
সোজা তাকালে দেখি
বিস্তৃত সমুদ্র সবুজ জমি আর ধু ধু মরুভুমি।
ক্ষুধার্থ পেট, তৃষ্ঞার্থ প্রাণ,
ঘর্মার্থ দেহ,
ও গুলো আজ কথার কথা।


তোমার অনুরাগ স্মৃতি
প্রচন্ড ঝড়ে,চিরনিদ্রায় শায়িত
আমার মনের কবরে,
যদি কখন ও আসো
দেখবে আমায়,
নিশ্চল নিশ্চুপ নিরাকার
এক জীবন্ত লাশ আমি।