কেমন আছো ওগো পর ঘরনী?
আচ্ছা -----
তুমি কি ঘোমটা পরে,
তোমার মধু করের পাদুকা খুলে দাও?
যে ভাবে আমায় দিয়েছিলে।
ওগো প্রিয়স্বীনি
তুমি কি তোমার নরের
হাত পায়ের দীর্ঘায়িত নখ
আলতো আদরে কর্তন করো?
যদি করো, তাহলে বেশ বেশ বেশ।
অজস্র আনন্দের নক্ষত্রের মালায়,
তোমারই সখার প্রাণ হরি নিলে।
আর হয়ে গেলে ----
পার্ক ষ্ট্রীটের বর্ণালী সাজে, সবুজ বেষ্টনীঘেরা গ্রীন হাউজের মহারানী।
আর আমি!
ভেবোনা আমার কথা -----
আমি আছি ক্রিষ্টাল পানামা নগরীতে,
যদিও আমার ক্লিওপেট্রা নেই।
তাতে কি?
আমার ক্লিওপেট্রার জরায়ু বেধ করা,
তলপেঠের চামড়ায় কাটাঁ কাটাঁ দাগে,
মৃত্যু নব জাতকের সমাধীতো রয়েছে,
প্রজন্মের সমাধী ঘেষেঁ, স্মরণে এনে
আমার এ লেখনী।
এ কবিতা যদি কখন ও চোখে পড়ে,দীর্ঘশ্বাস ছেড়োনা।
ভাল করে ঘুমাও, তোমার সখার বিশাল বক্ষে।