----------------------------------
দুধে আলতা মেশানো রঙে মাখা
নাম হলো তার প্রিয়াংকা,
মেঠো পথে হেটে যাওয়া
দুর থেকে আমার দেখা।


আলতা পায়ে চলছে পথে
দৃষ্টি নন্দিত কপর্দকে আবৃত
প্রজ্জলিত ষোডশীর আমিত্ব
দারুন লাগে ফিরে থাকা।


খেজুর ডগার মতো ভ্রু
নসিংদ্রির গোড়ায় আখিঁর শুরু,
আখিঁর পলক মুক্তো ঝরা
দৃষ্টি নহে বাকাঁ।


নখ পালিশের রঙে আকাঁ
কারুখচিত পাদুকা,
কোমল পায়ে কোমর দুলে
ঠোটেঁ হাসিঁ রাখা।


দৃষ্টি নন্দন বদন খানী
পড়ে নাতো আখিঁর পলক
দেখতে শুধু চায়রে এ মন
কান্ঞ্চা রুপে মাখা।