তোমাকে পাওয়ার জন্য ক্ষয়
জীবনের প্রথম পাচঁটি বসন্ত ।
ঐ পুকুরের দক্ষিন কোনের নির্জনে,
ক্ষনিক গত হয়েছে ।
রৌদ্রের ধবধবে আবছা আলো,
গত হয়েছে , ----------- পুণ্যমাসীর জোন্সার আলো,
গত হয়েছে -----
অমাবস্যার ঘোর অন্ধকার,
আকাংখা ছিল,
মায়াবী শিহরন জাগানো
কোমল পরশ।
তার বদলে পেলাম,
বৈশাখী জলের ঝাপটা,
আর
বিস্ফোরিত নিঃষ্টুর তরঙ্গ।
হৃদয়ে কল্পনার জোন্সা মেখে,
ধ্যানে মননে অর্ধ চেতনায়
যুগে মহাযুগে হয়েছে,
কালের বিবর্তন।
তবু ও নিষ্টুর তুমি এলে না,
কল্পনার জাল চিহ্ন করে
বাস্তবতার সুশীতল পাঠিতে।