---------
ভাবছি একা বসে
একান্ত নির্জনে,
সেই আকাশ সেই বাতাস
রয়েছে সেই রকম।
পরিবর্তন শুধু মনুষ্যত্বের,
অবয়ব চাকচিক্যের
আর আমিত্বের।
ভাষাহীন কালো দাগ
দু আখিঁর নিচে।
অসময়ে বর্ষা যেন,
দু নয়নের বারী।
ফেলে আসা জীবনের অনেক বসন্ত
আজ শুধুই স্মৃতি।
কুচকুচে কালো চুলে
সাদা চুলের উকিঁ।
গোপ দাড়িঁতে সাদা রঙের আছড়,
হাজার চিন্তারেখা ভালে ।
সেই মানুষ দেখে
ভেসে উঠে হযবরল
প্রেমের চিহ্ন।
তাইতো ---
ক্ষত হৃদয়ে দেখতে সবাইকে
হায়েনার মতো মনে হয়।