------------------
সে কালের মুর্খের উক্তি
অঘাট ঘাট হবে অমানুষ মানুষ,
ঘরে ঘরে শিক্ষিত
আছে কোন যুক্তি?


বাড়িতে বাড়িতে মসজিদ
লোক দেখানো নামাজি,
এক ধর্ম উৎসব সবার
এটাই হবে রীত।


গোবরে জন্ম পদ্মফুল
গন্ধমাখা সমাজপতি,
টাকা দিয়ে বিবেক কিনে
বিবেক বেছে করবে ভুল।


আজ সবই হলো সত্যি
জাত কুলমান ভেস্তে,
বিদ্যায় নাহি পরিবর্তন
বীর্যের দোষ এটাই রীতি।