-------------------
আধুনিকায়নে ভালবাসার চিৎকারে
তুমি আজ বধিঁর।
বৈশাখী মেঘের কাছে চিৎকার করে,
আমি অনেক কেদেঁছি।
আমার বুকপাটা আর্তচিৎকার,
তোমার কর্ণ স্পর্শ করেনি।
আমার স্বপ্নের স্রোতস্বীনি জল
তুমি কখন ও ছুয়ে দেখোনী,
তুমি ভালবাসার ঘাতক
এক মহারানী।
সবুজ শ্যামল মাঠ পেরিয়ে
নীলগীরির চুড়ার শেষ সীমানা পর্যন্ত
আমার স্বপ্নের বাসনা ছিল।
জীবনের অনেক গুলো বসন্ত ক্ষয় করে,
এ চুড়ান্ত সীমায় অধিক স্বপ্নে,
নিজেকে আবিস্কার করেছিলাম।
তোমার মন পরিবর্তনের ভুমিকম্পে
নিমিষেই সব মাটিঁ।