---------------------
কেন কাদঁছি? কার জন্য?
কেন নয়ন বারীর নহর ?
বৈশাখের উতপ্ত বায়ু মন্ডলে
দুর্বাঘাস মরিচিকার মতো
তবু কেন শুকায় না জল ?
সব শুকিয়ে মরু প্রান্তর
আমার নয়ন বারীতে
সতেজতা আনার নিস্ফল আবেদন।
অবুঝ মনের বেবুঝ কান্না
ভাংগা কন্ঠের করুন আর্তনাদ,
স্মৃতিহারা ভয়ার্ত প্রলাপ
প্রতারনার খপ্পরে দুঃখে কাদিঁ।
আমার অঝোর ক্রন্দনে
লোনা জ্বলের আকর্ষিতে,
পোড় খায় আকাশ।
দুষিত বাতাস আর
কন্ঠ ভাংগা হর্ষ ধ্বনীতে,
অস্তিত্ব আজ এ নগরী।
সুখে থাকো ও আমার নাগরী।