--------------------------------
আমি এক ভবঘুরে পথিক
ঠিকানা বিহীন যাত্রা,
আত্নভোলা মন নিয়ে
কোথাই চলেছি জানিনা।
চলার পথ বড়ই বিচিত্র,
কোথাও উচু কোথাও নীচু
কোথাও আবার বন্ধুর।
চলার পথে দামাল ছেলের
পাথর নিক্ষেপে রক্তাক্ত ললাট,
ললাট ভিজে ললাট শুকায়,
থেমে নেই আমার চলার পথ।
খুজিতেছি তারে পথের
পথিক হয়ে নীরবতায় চলে,
সে মোরে দেখে বাতায়নে
মুচকি হাসিঁ দেয় দু ঠোটঁ মেলে।
বৈরাগী দেখে হাসিতেছো তুমি,
বিচিত্র তোমার ঐ মন,
বানিয়েছো জোকার, চিনলে না তুমি
এই বৈষ্ণবের মন।
অথচ আমার আকাংখা
তোমার প্রতিটি ক্ষন ।