---------------
ঝরাতে আর ঝরিতে নয়নের বারী
জল শুন্য এ আখিঁ পুকুর,
যে পথে গমনে বারী
নসিংদ্র তার রক্ষাবাধঁ।
দু পাশে বদনে ছোট খালের
পানির রেকের পদ চিহ্ন বিদ্যমান।
নয়নের আলো নিবু নিবু
চিন্তার রেখা মোর ভালে,
অসময়ে জড়িয়েছে, তোমার দেয়া
ভাইরাস মাখানো বার্ধক্য।
এবার ক্ষান্ত হও, শান্ত হও তুমি,
জীবন মোর এখানেই শেষ,
এবার শুরু করো নতুনত্ব, ছুটে যাও
রসাতলের বাজারে।
তোমার প্রতিদন্ধী আজ পরাজিত,
বিজয় তোমার সুনিশ্চিত।
মস্তিস্ক অলস,শ্রবণশক্তি ইতি
দিকহারা পথিক আমি,
শুধুই অপেক্ষা,
সে তোমার জন্য নয়,
সেই অপেক্ষা ------
জীবনের যবনিকার,
চিরন্তন সত্য এক মাত্র মৃত্যুর।