---------
হে বর্ষ,আগামী কাল,
নব সুর্য্যের উদয়নে ,তোমার যবনিকা
আমার জীবন থেকে ।
শয়নে মননে তোমার নক্ষত্র জগৎ
ঠান্ডা গরমের মিশ্রনে,
তোমার সুবাশিত হাওয়া ।
কর্কটের মতো আকডিয়ে
অক্টোপাশের মতো জডিয়ে ছিলে ।
নিঃস্বার্থ সমগ্র পরিমন্ডলে,
আমায় মায়াভরা পরশ দিয়ে রেখেছিলে ।
বিদায় দিতে চাইনা ,প্রকৃতির নিয়ম ভংগ
করিতে পারিনা ,তবু বিদায় দিতে হয় ।
বড় কষ্ট বুকে ,তোমার বিদায় ক্ষনে ,
অন্তর আত্বার প্রদিপ জালিয়ে
প্রেম ভালবাসার অবিনশ্বর সোনালী রোদে
শক্তি জগতের মহাকর্ষীয় ধ্রুব দান করে ,
তোমার মায়াবী বুকে বিচরণ করাইয়াছো ।
রৌদ্রে অমাবশ্যার নির্জনে ,
কোলাহল শরগোলে,সীমাহীন আনন্দের
ছত্রছায়ায় রেখেছিলে ।
কি করে ভুলি তোমায় ?
তোমার বিদায়ে, ক্ষমা মিশ্রনে প্রাণভরা
মমত্ব ছাড়া ,কিবা দেবার আছে ?
সুখে থাকো হে বিদায় নব বর্ষ
নব রুপে আবার এসো,
পুণ নববর্ষ হয়ে,
সু স্বাগতম হে নববর্ষ ।