---------------------
আমার সারা অন্তরজুড়ে
তোমার সুবাশ মাখা
শব্দের বসবাস।
শব্দের সমন্বয় সাজাতাম আমি,
হয়ে যেতো তুমি নামের কবিতা।
কোথাই হারিয়ে গেলে তুমি?
নিঃশব্দে নীরবে একান্ত
নিভৃতে নিজের ভুবনে।
নির্বাক নিস্তব্দ করে
বোবা দৃষ্টির চাহনীতে,
চেয়ে আছি অসীমের দিকে।
একটু কি উকিঁ দেয়না?
তোমার বুকের মধ্যমনিতে,
তোমায় নিয়ে লিখা কবিতাগুলি?
আমার অবুঝমন হার মেনেছে,
না আসা প্রতিক্ষার কাছে
আকাংখার হলো তাই কবর।
হৃদয়ের গভীরতায় আজ পানি শুন্য,
আর প্রতিক্ষাও নয় প্রশ্নও নয়
হৃদয় আজ পাথরে আবৃত।