-------------
প্রতিদিন প্রত্যুশে
আমার বাতায়নের দেয়াল ঘেষেঁ
সরু রাস্তায় তোমার কোমল
পায়ের শব্দ শুনতে পাই ।


কোথাই যাও তুমি ?
কালো কাপড়ে আবৃত বদন
সুগন্ধিমাখা সুরভি মেখে
নিদ্রা কুটিরে সুবাশ ছড়াই ।


তড়িগড়ি শয্যাত্যাগ
বাতায়ন খুলে দিই উকিঝুকিঁ
ঢেউ ঢেউ চুলের শেষাংশে
ফুটন্ত ফুল দেখিতে পাই ।


হতে চাই কবি
লিখবো কবিতা তোমায় নিয়ে
প্রস্পুুটিত হও খুলে অবয়ব
কবিতার সমন্ময় সাজাই ।


যুগে যুগে প্রজন্মরা
জানিতে পারিবে রুপের বর্ণনা
তোমায় নিয়ে লিখে আমি
কবির খেতাব যেন পাই ।