---------------
তোমায় নিয়ে লিখতে পারি
অনবরত রাত আর দিন
বর্ণের সাথে বর্ণের মিলনে
করি আমি জোড়া।


হয়ে যায় শব্দ হয়ে যায় অর্থ
বর্ণনাতীত তোমার রুপের প্রশংসা,
কলম হয়ে যায়
লাগামহীন ঘোড়া।


আমার মন নামের নৌকায়
দুঃখের পাল তুলে,
বেসুরে গান গেয়ে দুঃখ যাই ভুলে,
যদি ও আমার কপাল পোড়া।


মন নদীতে পানি শুন্য
জীবন ডিঙ্গী কাদা ছোয়া
দুঃখ ধুয়ে স্নান করিবো
মন নদীতো মরা।


জীবন সুর্য্য পড়ন্ত বিকালে
হেলে পড়েছে পশ্চিমাকাশে,
এখন ও আকাঙক্ষা উদিত সুর্য্য
আসবে কাছে ঘোমটা পরে।