----------------------------------------
গভীর নিস্তব্দ মায়াবী রাত
খোলা বাতায়নে অন্ধকারে
দৃষ্টি নিক্ষেপ,
বাহিরে দেখার নিঃস্বফল আবেদন।
চৈত্রের খরতাপে জর্জির জল,
প্রলয় শিখার উত্তাপ আর নেই।


সেই আম্র কুন্জরী,কাঠাঁলের মুহু মুহু গন্ধ হারিয়ে গেছে।
স্বর্ণালী অর্ণিবেশ পড়ন্ত বিকালে
তোমার আমার চঞ্চলা সবই স্মৃতি।
বিষ্ময় পলকে তবু তাকাই,
হঠাৎ যেন দেখি সবুজ পাহাড়ি ঢল।
তোমার সোনালী সকাল।


ওগো
আমার আজ বড়ই মহাকাল।
কে বলেছে আমি কিছুই পাইনি?
আমি পেয়েছি ঝড়হীন সমুদ্রের উত্তাল তরঙ্গ।
আমি পেয়েছি বেদনা বিধুর নিস্তব্দ কালো রাত।
গুষে গুষে জ্বলা হৃদয় কাষ্টের দুঃর্গন্ধ।


কি দাওনি তুমি?
অনর্গল কথার ফুলঝুরি, কন্ঠ স্তব্ধ,
চঞ্চল নয়নে আজ স্হীরতা
নতুন স্বপ্ন দেখার কর্পোটে
রাগান্নিত সৈনিকের লাতিঘাত।
আমি কি তোমায় ভুলতে পারি?