--------------------
রূপের আত্মগরিমায়
অহংকারী ময়ূর
বিদ্রূপ হাসিতে কোকিলকে শুধায়।
এতো বিশ্রী তুমি?
স্রষ্টা যখন রূপ বিলায়
তুমি ছিলে কোথায়?


মধুর তানে কোকিল বলে
তুমি ছিলে রূপ কাতারে
আমি ভাগ্যের লাইনে,
বিশ্রী পায়ে রূপ নর্তকী
ক্ষণিক রূপের বাহার
ক্ষনস্হায়ী ঐ রূপ রেখো স্মরণে।


ময়ূর--পুচ্ছ মেলে রুপ দেখাই
আত্মহারা সুধীজন
আমার নাচন দেখে,
কোকিল ---দেখতে কালো যদিও
ভিতরে আছে আলো
ঋতুরাজ বসন্ত আমারই ডাকে।
ময়ূর--রূপে মোহ রূপে মগ্ন
রূপ পাগলে রাজার রাজ্য
শূন্য হয়ে রয়।
কোকিল--সুধীজনের গুণের পুজা
সুন্দরের পুজা নয়
গুণীজন গুণ কীর্তনে রয়।