-------------------
আবার প্রেম , তোমার সাথে,
কোমল বুকে নির্মল কলিজ্বায়
ক্ষত বিক্ষত বিসৃত রক্তাবো
অবিরত শীরঁ শীরঁ জ্বলা।
পোড়া মাটির উষ্ঞতা
স্যাতঁ স্যাতেঁ জলন্ত স্পুুলিঙ্গ।
জীবনতো একটাই এবং,
একটি দেহ মান্ডপঘর,
সহস্র প্রতিক্ষার অন্তরালে,
কালো ধোয়ায়ঁ আচ্ছন্ন
ঐ চামডার গুদাম।
যদিও হয় পুণঃ জন্ম
আর নয় পুণঃ প্রেম
দুপা কবরে রেখে
বিষ্ময়ে তাকিয়েছি, হেলে পড়া
পশ্চিমাকাশে সুর্য্যের পানে ,
সেই ক্ষণটির তীব্র আকাঙক্ষা।
এ হলো তোমার দেয়া উপহার
আমার সরলতায়,
তোমার সৎ ব্যবহারে, হৃদয় বিশ্বে দিলে
বিনম্র কাপঁন।
তোমার সুখ দুঃখ কোনটাই
কামনায় আমি অক্ষম।