-------------্
আমি কিশোরী তমা,
মা হারা গরীবের ঘরে জন্ম
নেই কোন জমিজমা।


অবসরে বৃদ্ধ বাবা
প্রায় চুলায় উঠেনা হাড়ি
বয়সের ভারে পিতা যেন হাবা।


রূপ আমার হলো কাল
কলেজ যেতে গুন্ডাদের
হলাম আমি চোখের ফাল।


এটা নাকি সভ্য সমাজ
প্রতিকারের ভাষা নেই
গায়ে হাত দেয় নেই লাজ।


তাদের ভয়ে মুখ খোলে না
সমাজপতি সভ্যজনা,
বলছি আমি অসহায় জননা।


কে শুনে কার কথা
অভাগীনির মিনতি,
সব যেন তাদের কাছে বৃথা।


স্রষ্টা ও নেই আমার জন্য
পারিনা পিতার সেবা দিতে,
তাই মরেই হবো ধন্য।