---------------
আচ্ছা তুমি ভুলে গেছো !
আমায় কাছে পেয়ে
অসহিষ্ণুতার চিহ্ন?
ললাটে এনে, নসিংদ্রের স্পর্শ,
চার আখিঁর মিলন ঘটিয়েছিলে,
বলেছিলে প্রাণভরে তোমায় দেখছি।


তুমি ভুলে গেছো!
আমার লোমশ পুর্ণ বুকে,
সপেঁছিলে তোমার অর্গল ত্রিভুজ,
মুখ লুকিয়ে শীতল করেছিলে
তোমার হাস্যজ্জল অধর।
বলেছিলে - মোর বক্ষ শীতল।


তুমি ভুলে গেছো !
জল ঘাটে বসে আমি,
স্হীর পানিতে তোমার কথা ভেবে,
পাথর নিক্ষেপ করছিলাম,
হঠাৎ পিছনে এসে, দু বাহুর আক্রমনে
তোমার কোমল বুকের ঘর্ষন
আমার পিঠে,


বলেছিলে - কেমন লাগছে!
উত্তরে বলেছিলাম --- এ মাত্র জ্বর এলো।
তুমি -- মানে!
আমি --- তুমি আমার শীতল দেহের জ্বর, আচ্ছা --
একটি স্মৃতি ও কি, তোমার মনে পড়ে না!