---------------
ভেংগে দাও ওগো প্রিয়স্বীনি
তোমার আমার প্রেমের
নিন্দুকের বিষদাতঁ।
ছুটে যাও সুতীব্র বেগে
মহল্লার আদালতে,
বাধাঁর তরঙ্গ ভেংগে
কালবৈশাখী মহাপ্লাবনের মতো।


তপ্ত অগ্নীশিখা আখিঁতে এনে
বুকে এনো দুর্দান্ত ঝড়ের তুফান,
বুঝিয়ে দাও অস্হির মহাপ্লাবন।
থেমে গিয়ে ভোরের জোস্নায় ভিজোনা
তাহলে ভেসে যাবে প্রেমো সিন্দু স্রোতে,
নক্ষত্রের তাপমাত্রা দুজনে হবো দগ্ধ।


জয়ী হও
আমি আসবো সবুজ বর্ষনে সৌরভ নিয়ে,
আমি হবো অফুরান বৃষ্টি,
ভিজিয়ে দেবো উত্তপ্ত দেহ,
আমার ভালবাসার বিনম্র অভিলাসে,
তোমায় আকঁড়ে ধরবো আমৃত্যু।