-----------------------
আমি সাহজাহান,
বানাবো একটি নিদ্রা কুটির,
যার নাম হবে "তাজমহল"
সব তোমার জন্য।


আমি চন্ডিদাশ,
শুকনো পুকুরে বর্শি ফেলবো
এসে আমায় করো ধন্যে ।
সব তোমারই জন্য।


আসল নাম মুছে ফেলে,
আমি হবো মজনু,
আমরন সাধনা শুধু
তোমাকে পাওয়ার জন্য।


আমি কৃষ্ঞ হবো,
তোমার প্রেমের পুজো দেবো,
বাশিঁর সুরে আমায়
করিবে ধন্য।


আমি ঘর ছেড়ে গৃহহারা
দেবদাস হয়ে যাবো,
সংসার করিবো ত্যাগ
তুমি যে আমার অনন্য।


পাহাড় কেটে কেটে
আমি হবো যে ফরহাদ,
এতে যদি মরন হয়
তাতেই আমি ধন্য।