-----------------------------
খুঁজিতেছি তোমায়
আমার বিরামহীন পথচলা
সবুজ বনান্তরে,
নীলগীরির পথবেয়ে,
থমকে দাড়িয়েছি মৃত্যু নদীর বাকেঁ।


অচল নদী আর আমি,
দুজনে মিলে একাকার,
সেও হারিয়েছে -- উচ্ছল তরঙ্গ ভরা,
তার বুকে বয়ে যাওয়া স্রোতধারা।


তুমি ছাড়া, বয়ে যাওয়া প্রতিটিক্ষণ,
আলোহীন অমাবশ্যার কৃষ্ণ গহ্বরে,
জ্যোৎস্না হারিয়েছে পুর্ণিমার
চিক চিক করা আলোক রশ্মি।


তোমায় খুঁজতে গিয়ে দেখা,
কিচির মিচির শব্দ করা
রাতজাগা পাখির করুন আর্তনাদ।


তোমার খুঁজে পথ চলতে
দেখেছি, অন্কুরিত বীজ আজ নির্জীব,
অপেক্ষা শুধু উচ্ছল বর্ষার প্লাবন।


তুমি কি আসবে আবার !
বর্ষার বানে পাহাড়ি স্রোতধারা হয়ে,
গুড়ুম গুড়ুম মেঘের শব্দে !
বিজলীর চমক মেরে, দুর করবে
অমাবশ্যার সব আধারঁ,


মৃত্যু নদীর বাকেঁ উচ্ছল স্রোতধারা হয়ে !
এসোনা লক্ষিটি, আবার প্রাণ চাঞ্চল্য দাও ফিরে,
অতীতকে পায়ে টেলে আবার শুরু করি দুজনে নতুন করে।