--------------------
কে গো তুমি
আমার নীরব বাগানে
কোমল পায়ে হেটেঁ
নষ্ট করলে সবুজ শিশির।


প্রতিবাদের চেয়ে প্রফুল্লতা অনুভবে
জাগালে জন্ম জন্মান্তরের ঘুমন্ত স্বাদ,
তোমারই দেহের হাওয়ায়
নাড়ালে আমার সবুজ বৃক্ষলতা
মেঘ হয়ে ঝড়ালে বৃষ্টি,
ভিজিয়ে দিলে আমার উত্তপ্ত মন ।


আবার এসো রোদ হয়ে,
উষ্ণতা দিও,
আমার গায়ে জড়ানো কপর্দককে।
আমার হৃদয় সাগর উপত্যাকায়,,
ছড়াও জ্যোৎস্নার আলো
ভেংগে দিও কোমল পরশে
আমার স্বপ্ন দেখা ঘুম।