-------------------
আমার কুড়েঁ ঘরের ছোট্ট আংগিনায়
মমচিত্তে ফুটিয়েছি রজনীগন্ধা,
উপেক্ষিত করেছি প্রতিক্ষিত দিন
তোমারই আশায় সকাল আর সন্ধ্যা।


কুয়াশার শিশির জমেছে পাপঁড়িতে
শুকিয়েছে রোদ্রের তাপে,
তাকিয়েছি পলকহীন দৃষ্টিতে
অবিরত বারিঝরে আখিঁর পলক কাপেঁ।


আশাহীন নই মমহৃদয়ের শ্বেতপাথরে
তবুও লিখে রেখেছি তোমার নাম,
বাগানের সব ফুল দিয়ে কল্পনায় আমি
স্বপ্নের বাসর সাজালাম।


নদীর উত্তাল ঢেউয়ের সন্নিকটে
নির্জন গহীন বালুচরে
অনর্গল শুনাবো নিগুঢ় কথা
ঘাঁ ঘেঁসে বসে শ্বেতপাথরে।