হৃদয়ের গহীনে
ফুলহীন বাগানে,
মনো সৃজন সুজন নাই
কানন মালী হবার।


শতেক বাজার লক্ষের ভীড়ে,
আমার সুজন পাইনারে,
দুই মিলেতো এক মিলে না,
মনের আদান কি করে !


মন বিরোধী যুদ্ধ করে
আপন করতে চাই কেউরে,
মন পুজারী না হয় সুজন,
দেহের পুজা করে।


ক্ষনিকের রঙ্গরস
কাঞ্চা বয়সে যৌবন কস,
হুল ফুটাইয়া পালাইয়া যায়
যৌবন করে ধ্বস।