---------------
তুমি চলে যাও
চলে যাও নিকাহর
বন্ধন চিহ্ন করে।


ছেড়ে দাও আঙ্গিনা
মুছে দাও পদ চিহ্ন
বন্ধ হউক অগ্নিদহন।


আমি আমার মতো
সৎ জনের সংস্পর্শে
মুছতে চাই তোমায়।


বন্ধ হউক হিমান্কের জ্বালামুখ
মুছে যাক বিশ্বাস ভংগতা
মুক্তো হউক তেজস্ক্রিয়তা।


নিতে চাই দ্ধিচ্ছারিনীর
গন্ধমুক্ত অক্সিজেন
বাচিঁতে চাই দীর্ঘদিন।


গতিহীন স্হীর থিতু
শুরু হউক বহমানতা
মেঘ বৃষ্টি ঝড়ে।


ছুতে যেন না পারে
তোমার কোন পিছুটান
বিশুদ্ধ অম্লজান ক্লোরোফিল।


নিভে যাক অপেক্ষার প্রহর
মুছে যাক আমীত্বের দহন
হয়ে যাই বিকশিত জন।