তোমার খেয়াযানে আসার প্রতিক্ষায়
ও ঘাটে প্রতিক্ষনে,
ধৈর্যের বাধঁভেঙ্গে কষ্ট ভরা
রসালো জলের নহর ।


আঘাতে জর্জরিত হৃদয় আঙ্গিনায়
বিগ ব্যাং এর কম্পন চলছে,
কাপঁছে ধরণী কাপঁছে মাটি,
কম্পনরত আপাদমস্তক ।


তোমার দেয়া ক্রিষ্টাল ক্রুজে
কড়মড় শব্দ করছে,
স্রষ্টার দেয়া গোছানো হাড়গুলো
দেহ নামের প্রসাদ এখনই ভেংগে পড়বে ।


জ্যোৎস্নার মতো হারিয়ে গেলে অনন্তে
গত হয়েছে দুরাভাস স্বপ্নের প্রহর,
বেচেঁ যদি যাই, কর্ণদারের দয়ায়,
ছুটবো কষ্টের পাহাড় নিয়ে সম্মুখে ।


শুনবো না পিছু ডাক,ছুটবো শুধু
থাকাবোনা পিছু, গর্দান করে বক্র,
গাঢ়ো মেঘে অঝোরে বৃষ্টি,
সুনামীর প্লাবণ থামাতে পারবেনা ।


সম্মুখে আসুক তুষার ধবল বরফ
অবিরাম খরা, কাঠ ফাটা রোদ,
আসুক মৃত্যু ,করিবো আলিঙ্গন
তবুও আর পিছুটান নয় ।


উত্তপ্ত বালিতে পুড়ে যাক পাগোড়ালী
পাড় হবো মরু প্রান্তর,
চলে যাবো দিগন্তের শেষ সীমানায়
সুর্য্য উদিতের শেষ ঠিকানায় ।