----------------------
আমি আর কখন ও হবো না ফরহাদ
মিটে গেছে আমার
সব চাওয়া পাওয়ার স্বাদ।


হতে চাই না আমি আর ইউসুফ,
অগ্নির দাবানল নিক্ষেপ করেছো,
দেখাইয়া ঐ রূপ।


শুকনো পুকুরে যাবোনা হতে চন্ডিদাশ,
দুই যুগে জীবন বদ,
হয়েছি জীবন্ত লাশ।


কায়েশ নাম মুছে হতে চাইনা মজনু,
স্বাদ আহলাদ কবর দিয়ে,
হতে চাইনা রোমিও।


সবাইকে বিলিয়েছো ঐ একটি মন
হারিয়ে তো বুঝেছি,
তুমি দ্বিচারিণী সুজন।