--------------------
নিঃস্ব আজ আমার হস্ত
আখিঁ আজ জল শুন্য,
মন আজ বড়ই আত্বভোলা ।


সাতটি রং এর মিশ্রনে
কল্পনার সেই ছবি,
রং মিশ্রনে একাকার।


আখিঁ নীরব নীথর
হৃদয়ে শক্ত পাথর,
ফুল শুন্য হৃদয় কানন।


দমের পথে যতবাধাঁ
যায় যেন প্রাণ
রক্তে ভরা কোলষ্টল ।


এ জনমে কখন ও
আসিবে না পুর্বাবস্হান,
প্রহর শেষ নিঃশ্বাসের।