----------------------
আমি অন্য রকম মাঝি
পরঘাটাতে বসে আছি
সেই সুজনের আশায়।


কত মানুষ পার করি
যে যাহা দেয় তা নিই
সেই কড়িতে সংসার চলে যায়।


কড়ি নিয়ে ঘরে ফিরি
অবোধ মুখে হাসি ফুটাই
এমন করে জীবন করি ক্ষয়।


স্বাদ আহলাদ কিছুই নেই
আধা পেটে খেয়ে খুশি
নাক টা ডেকে ঘুমাই।


আসবে সুজন কথা দিল
সকাল গত বিকাল হলো
বসে আছি সোনা মুখের মায়ায়।


হৃদয়ে জল তরঙ্গ
কষ্টে ভরা জোয়ার
অপেক্ষার রেশ নাহি যায়।


উচাটন প্রতিক্ষন
দুটো আখিঁর ছুটোছুটি
থাকে সুজন অন্তরায়।