---------------------
হিমেল কঁন কঁনে ঠান্ডায়
তর তর আমার বক্ষ পিন্জর,
এসো সোনালী রোদ গায়ে মাখি।


একটু ছোয়া দাও
দুর করো তপ্ত প্রবাহ দগ্ধ জীবন
যেহেতু তুমি নারী আমি নর।


স্রষ্টার সব সৃষ্টি তোমার আমার কল্যানে,
তব কেন অবস্হান মোর অস্হিরতার বাগানে।


সব কষ্টের বিশাল স্তুূপ হচ্ছে জমাট বাধাঁ,
হয়ে যাও তুমি কৃষ্ঞ আমি যে তোমার রাঁধা।


নৈরাশ্য দোলায় কেন আসোনা নির্জনে,
নব ইতিহাস সৃষ্টি করি এসো দুজনে।


নিঃস্বকলংক আর পুর্নিমার চাদেঁর আশ,
গায়ে মেখে এসো, দুজনে করি বাস।