প্রথম জন্ম হয়ে ভবে
কান্না যখন করি,
বেদনা বিধুর মা জননী
নিলো জড়িয়ে ধরি।


শীতল বুকের উষ্ণতায়
হলাম আমি সুখী,
সজাগ দৃষ্টি রাখে মা
ব্যাথা পাই নাকি।


আমার সাথে কথা কহে
নিত্য হাসি মুখে,
আমিও হাসি মাও হাসে
চুমো দেয় মুখে ।


ইস্যূ করে কাঁথা ভিজাই
বিরক্তি নেই মুখে,
মুছে দিয়ে আদর করে
টেনে নেয় বুকে ।


এমন দরদী কে আছে ভবে
মায়ের মত রমনী,
যার দরদের মুল্য দেবে
আছে কোন ধনী !


এ জননীর আদর আর
পাইনি কারো কাছে,
আল্লাহ আমার মা যেন
হাজার বছর বাচেঁ।