-------
যে পথে করেছিলে গমন
   নিঃশ্বেস করে আমায়
     সে পথ অন্ধকার পিচ্ছিল জেনেও
       অনুসরন করে হেটেঁছিলাম।


অনেকটা সময় নির্জলা বাহারী পথ,
    অগোছালো আমার ক্ষত বিক্ষত মন,
       দলছুট শুধু তোমার জন্য,
          স্বাদ ছিল আত্নার গভীরে।


মুত্যু হীন সাথী হবার।
    বিলম্বে হলে ও বুঝিলাম,
       ষড়যন্ত্রেরর সব জাল আমায় ফাদেঁ ফেলার,
          অশ্রুর বারী দুটি নয়নে।


গভীর শুন্যতায় প্রদেয় কষ্টগুলো
    জীবনটা করিলে অবরুদ্ধ,
        মাথা ঠুটে ইট পাথরে,রক্তাক্ত ললাট,
             সময়ের বাস্তবতায় তৃষ্ণাতুর ইচ্ছে গুলি।


হারিয়ে যায় গভীর ক্লেশে,
    জ্বালিত ভালবাসার কাঙংখীত করতলে
        মৃত্যু হাতছানি নীরবে
            করছে আমায় পিছুটান।