এসে দেখো আমার অবস্হানের অষ্ঠেপৃষ্ঠে,
    আমার কাছে আসার পুর্বে
         বাতাস তোমায় জানিয়ে দেবে ,
            মন ও মননের ছাই ভস্মের দুঃর্গন্ধ ।


হয়তো তোমার দম বন্ধ হয়ে যাবে ,
     আকাশে মেঘের ফাকেঁ দেখতে পাবে,
          আমার হৃদয় পুড়া অগ্নিস্ফুলিংগ ,
              নক্ষত্র কণার পরমানু হয়ে,আকাশ বর্ণীল।

আমার দীর্ঘ প্রতিক্ষা,হৃদয় পুড়া দীর্ঘশ্বাস,
      অক্সিজেনের মাঝে হাইড্রোজেন মিশে একাকার ,
            মহামারি আজ  চারিধারে সবুজ বেষ্টনী,
                হৃদয় পুড়া ছাইভস্ম পাহাড়ের পাদদেশে।


মাথা তুলে গাছকে দিয়েছে ঝিমিয়ে,
   আমার এ দেহের গ্রহন যোগ্যতাকে,
      পৃথিবী তথা মহাকাশের শুন্যের কৌঠায়
           আমার কান্না আজ শব্দহীন ।


বারীশুন্য আখিঁ দুটির নিচে অগ্নির নহর,
     দন্ত বেরিয়ে ঠোঁটের ফাকেঁ  দিচ্ছে উকিঁ ,  
        আমায় দেখে ঘৃনায় মুখ লুকিও না
            বরং ধন্য হও সার্থক তোমার কৃতকার্য।