----------
ওহে তোমরা কোথাই !
আমি দাড়িয়ে আছি
খোলা আকাশের নিচে
বিশাল এক স্তম্ভের গাঁ ঘেষেঁ ।
জলদি এসো ,
সাথে নিয়ে এসো
দৃষ্টি নন্দিত ঐ সুনয়নাকে
যিনি এ স্তম্ভের স্রষ্টা ।


ঐ মহাত্রান স্তম্ভ
উত্তপ্ত অনল রৌদ্রে,
তীর্যক অগ্নি লাভাস্রোতে
আমার স্পষ্ট ক্ষতগুলো ,
দাউ দাউ করছে অগ্নিরশ্নি ।
এ হলো বিন্দু বিন্দু জমা
সুনয়নার দেওয়া,
কষ্টের মহা স্তম্ভ ।


বাতাস ভারী করা দুর্গন্ধ
সে কিছু নয় ,
আমার কলিজ্বা পুড়া গন্ধের প্রস্বেদন ।
আকাশের উড়ন্ত কালো ধোয়াঁ
আমার সৃজনশীল স্বপ্ন পুড়া
ভষ্তিভুত কালো বাতাস,
ঐ ললনার প্রদত্ব
বহুগামিনী ছলনার নিদর্শন ।