------------
সরু রাস্তায় হে চলনবাকাঁ নারী
একটু দাড়াও !
তুমি মমতাময়ী আমার বাংলা মায়ের মতো
যার সম্মান আজ সারা বিশ্বে জয়জয়কার ,
তুমি পর্দাহীন কেন !
লোলুপ দৃষ্টির আকৃষ্ট কেন!
শক্ত হাতে নিজেকে আড়াল করে উচ্চকরে শীরঁ,
তুমি স্বাধীনতা চেয়ো না ,
নিজেকে পর্দায় রেখো,অঢেল স্বাধীনতা তোমার অপেক্ষায় ।


তুমি স্নেহে হয়ে যাও ভগ্নী,
পরামর্শে হয়ে যাও মন্ত্রী,
সেবায় হয়ে যাও দাসী ,
শয্যায় হও বার বিলাসীনি ,
তোমার নিঃস্বার্থ মমত্বে,তুমি সমাজ করো শাসন ।


সৃষ্টি করো অসমাজিকতার পরাধীনতা
নির্জন বৃক্ষ ছায়ায় আলো আধাঁরেতে
পিচ্ছিল অন্ধকার গলি রক্ষা করো ।
তুমি হয়ে উঠো ঔষধি বাগানের বন্ধু প্রতিম বৃক্ষছায়া ।


স্বাধনিতার জন্য মিটিং মিছিল নয়,
স্বাধীনতা আসবে তোমার দরজায় নতকরে শীঁর ।
মনে রেখো তোমার বে আবরূতার কারণে
সামাজিক অবক্ষয়ের সর্বভুক বিস্তার সর্বদিকে,


নিজেকে পর্দায় রেখো ,নিহারিকা থেকে মেঘমালা,  
  বিশ্ব  থেকে মহাবিশ্বে ,
বাংলা মায়ের আলো ছড়িয়ে দাও,
স্বাধীনতা তোমার পদ লেহনের অপেক্ষায় ।