-----------------
শ্রেষ্টত্বের গর্ববোধী মানব
জানো কি শৃংখলা !
পিপঁড়ার কাছে যাও,
আগে শৃংখলা শিখো ।


ঐক্যমতের অভাবে গনতন্ত্রের বুলি আওডাও
ধর্মের বিভাজনে করো শৃংখলাহানি
কাকেঁর কাছে যাও
একাত্বতা শিখে নাও ।


অবিশ্বাসের বেড়াঁজালে
নৈমিত্তিক হানাহানি,
সংসার ভেংগে চৌচির,
প্রভুত্ব শিখে নাও কুকুরের কাছে ।


সচ্ছতার অভাবে দুর্নীতিতে নিমজ্জিত
সুজলা সুফলা সোনার বাংলা
গরলতাহীন স্বচ্ছতা শিখতে
পায়ঁরার কাছে যাও ।


কর্ম অবহেলায় গর্ববোধ
প্রভুত্ব না মেনে কর্মফাকিঁ
কর্তামেনে নিরলস শ্রম
ঘোড়ার কাছে শিখে নাও ।


হিংসা ক্রোধ লোভ
পরিহার করে অহংকার
মানবতার গর্ব করো
উচ্চকরে শীরঁ ।