---------
রাজ বাহাদুর বঙ্গতনয়ার
চতুরাংশে ভাবের প্রেমির
আনাগোনার সমাবেশ ।


মন মানুষের মধ্যাবস্থানে
ভাব প্রেমিরা গা ভাসিয়ে
সুখের নহরে আছেতো বেশ ।


বঙ্গ কর্তার দৃষ্টির সীমানা
উচু শক্ত একটা প্রাচীর
দেখিতে রুদ্ধ জনতার কেশ ।(লোম)


অসত্য অন্যায় আর অধর্মে
রক্ষক হয়েছে ভক্ষক
আম জনতার মনে তাই ক্লেশ ।


পরাশক্তি মার খেয়ে অর্ধ শয়নে
নিজ শক্তি হানাহানিতে রত
রাজাকারের মুক্তিযোদ্ধা বেশ ।


অলেখকের লিখনীর খোচাঁয়
নিচ্ছিহ্নের অতলে লেখক
অশীল্প ও শোষকের বঙ্গদেশ ।


বঙ্গ স্বপ্নদ্রষ্টার স্বপ্ন শুধুই স্বপ্ন
থেকে যাবে অপ্রাবন্ধিকের প্রাবন্ধিকে
নীরব কষ্টে জনতনায়ার প্রেমশেষ ।